VEGETABLE : পুজোর আগে গরম সবজি বাজার , আকাশ ছোঁয়া দাম সব্জির

নিউজ ডেস্ক - নিম্নচাপের জেরে পুজোর আগে বাড়ছে সবজির দাম।অন্যান্য দিনের থেকে আজ রবিবার সবজির দাম হল লাগামছাড়া।আজ কলকাতার মানিকতলা বাজারে পটল ৮০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি, টম্যাটো ১০০ টাকা কেজি, ভেন্ডি ৮০ টাকা কেজি, ঝিঙে ৮০ টাকা কেজি, কাঁচা লঙ্কা ২০০ টাকা কেজি, গাজর ৭০ টাকা কেজি, শসা ৮০ টাকা কেজি, ২০০ টাকা কেজি, উচ্ছে ৮০ টাকা কেজি। 

এরই সাথে বাঁকুড়ার পুরসভা বাজারে পটল বিক্রি ৪০ টাকায় কেজি, ফুলকপি ৬০ টাকা কেজি, আলু ৩০কেজি, পেঁয়াজ ৬০ টাকা কেজি, ঝিঙে ৩০ টাকা কেজি, করলা ৫০ টাকা কেজি, টম্যাটো ৬০ টাকা কেজি, ক্যপসিকাম ১৫০ টাকা কেজি, গাজর ৪০ টাকা কেজি, ওল ৮০ টাকা কেজি, কাঁচালঙ্কা ২০০ টাকা কেজি। প্রসঙ্গ অনুযায়ী, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বাঁকুড়ার সবজি উৎসপাদক অঞ্চলগুলির একটি বড় অংশ বন্যার কবলে পড়েফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতির কারণে সবজির আমদানি কমেছে আর বেড়েছে দাম। 



Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন