WEATHER: সেপ্টেম্বরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা , তাপমাত্রা কম বেশি হওয়ার সম্ভাবনা


নিউজ ডেস্ক - আগস্ট মাসের শেষ পর্যন্ত বাংলায় বৃষ্টি জারি ছিল । আর ফের আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  আগস্টের মতো সেপ্টেম্বর মাসেও বৃষ্টি হবে। কিন্তু চিন্তার বিষয় এই যে টা হবে স্বাভাবিকের থেকে বেশি। উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হলেও,  উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং মধ্য প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে । 

 বাংলার দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অপরদিকে উত্তরবঙ্গের ৫ টি জেলা, যথা দার্জিলিং, কালিম্পং,  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কম বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদের খবর, জলবায়ুর পরিবর্তন ও আঞ্চলিক আবহাওয়ার পরিবর্তনের কারণেই কোথাও কম বৃষ্টি আবার কোথাও বেশি বৃষ্টি হচ্ছে। তবে কম বেশি বৃষ্টির জেরে সারা দেশে অধিকাংশ স্থানে সেপ্টেম্বর মাসে তাপমাত্রা বেশি থাকবে। আবার উপকূলবর্তী অঞ্চল ও পূর্ব-মধ্য ভারতে স্বাভাবিক থাকবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন