নিউজ ডেস্ক : টাইফুনের প্রভাবে এবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। একদিকে বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে এখন নিম্নচাপের রুপ ধারণ করেছে। যার জেরে শুক্রবার-শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এপার বাংলায়। আজ কলকাতার পাশাপাশি আরও ৬ টি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাল অর্থাৎ শনিবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, টাইফুন ইয়াগির নিজের শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে, ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির হতে পারে। যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উভয় ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Tags
Weather Report