নিউজ ডেস্ক : গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে দুর্যোগ। আজ ভোরবেলা থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একনাগাড়ে বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় পুকুর সহ বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপের। তার জেরেই এই বৃষ্টি হচ্ছে। তবে এরম ভাবে বৃষ্টি হতে থাকলে দুর্গাপুজোর আগে বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।
কলকাতা ছাড়াও আগামী রবিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। জানা যাচ্ছে, এই দুই জেলায় একদিনে ২০০ মিমি-র বেশি বৃষ্টি হতে পারে। আর এই অঞ্চলগুলিতে বহু খাল, পুকুর থেকে বন্যার সম্ভাবনাও রয়েছে বিশাল।