নিউজ ডেস্ক - গভীর নিম্নচাপ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। যা ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, রবিবারের পর থেকে এই নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। তবে কবে কমবে বৃষ্টি ? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে।
এই প্রশ্নের উত্তর হিসাবে হওয়া অফিস জানালেন যে ,এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেখানে কোনও সতর্কতা জারি করেনি। পাশাপাশি সোমবার পর্যন্ত উত্তাল থাকবে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভবনা থাকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই সাথে উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় বিক্ষিপ্ত ভাবে হবে।