নিউজ ডেস্ক - গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি । বৃষ্টি আরও কিছু দিন চলতে পারে, জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত পশ্চিমের দু’একটি জেলা ছাড়া বাকি জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী জন যাচ্ছে যে, গাঙ্গেয় পশ্চিবঙ্গের উপরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তা ক্রমে আরও উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। গভীর নিম্নচাপ রূপেই অবস্থান করা নিম্নচাপটি গত ছ’ঘণ্টায় তিন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
হাওয়া অফিস জানছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে এই সারা সপ্তাহ জুড়েই। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত জারি করা হয়নি।
Tags
Weather Report