নিউজ ডেস্ক - আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাছে যে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে।এর সাথে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
অপরদিকে নতুন তৈরি হওয়া নিম্নচাপের জেরে পুজোর আগে ফের ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।আগামী বুধবার আবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।আর ওইদিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও।এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়, বীরভূম, মুর্শিদাবাদেও। পাশাপাশি নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গেও জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার ও মঙ্গলবার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
Tags
Weather Report