নিউজ ডেস্ক - প্রবল বর্ষন আর তারপর ডিভিসি সহ অন্যান্য জলাধার থেকে ছাড়া জলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলা। বিঘা বিঘা চাষের জমি জলের তলায় এখনো আর ঠিক তার মাঝেই অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।আলিপুর আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।মঙ্গলবার থেকেই কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।
মঙ্গলবার,বুধবার কলকাতা সহ বেশ কিছু জেলাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গেছে । তার সাথে বইছে দমকা ঝড়ো হাওয়া ।বুধবার, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কোচবিহার , আলিপুরদুয়ার, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ।দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা যেমন হাওড়া , হুগলী , বাঁকুড়া, দুই মেদনীপুর, দুই বর্ধমান, জেলা তেও সতর্কতা জারি করা আছে ।
জেলায় জেলায় বন্যার ফলে চাষি রা এমনি তেই ক্ষতির সম্মুখীন হয়েছে , বিঘা বিঘা জমি এখনো জলের তলায় সব ধান গাছ , সবজি নষ্ট হয়েছে ।এরই মধ্যে অতি বৃষ্টির ফলে আরো ক্ষতির সম্মুখীন হবে বলেই চাষি ভাই তাদের আশঙ্খা।