নিউজ ডেস্ক - দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি একটু কমলেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলছে ভারী বৃষ্টি। তবে , দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে দক্ষিণবঙ্গে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার জেরে শুক্রবার বিকেলের মধ্যেও নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে ওই নিম্নচাপের উপর নির্ভর করছে বৃষ্টি হবে কি হবে না ।
তবে , বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । শনিবার থেকে সেই বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতর। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলা গুলিতে । অপরদিকে উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুর জেলায়।