নিউজ ডেস্ক - বৃহস্পতিবার বর্ধমান ঢোকার আগে ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের আমড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারার ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হল মা ও মেয়ের।জানা যাচ্ছে, কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের কিশলয় বিকাশ নায়েক নামে এক শিশু চিকিৎসক সপরিবারে বর্ধমানের পুলিশ লাইনে ডাক্তার কিশলয় বিকাশ নায়েকের শ্বশুরবাড়ি। কিন্তু মাঝরাস্তাতে দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসকের চারচাকা গাড়ি।ঘটনায় আহত হয়েছেন ওই চিকিৎসক।
দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে শক্তিগড় থানার পুলিশ তাঁদের উদ্ধার করে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হলে তাঁর স্ত্রী ও মেয়েকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, চিকিৎসক কিশলয় বিকাশ নায়েক পূর্ব বর্ধমানের রায়নায় থাকেন। বর্তমানে তিনি কলকাতার ৪১ নম্বর শিমলা মোড়ে থাকেন।
Tags
ROAD ACCIDENT