নিউজ ডেস্ক - রবিবার রাতে পুজো দেখে বাড়ি ফেরার পথে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকায় দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত হল ৩ যুবকের এবং গুরুতর জখম আরও ৩ যুবক। জানা যাচ্ছে, মৃত ৩ জনের বাড়ি ইসলামপুর ও চোপড়া থানা এলাকায়।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার ৩ যুবক চোপড়া এলাকায় পুজো দেখতে গিয়েছিল এবং চোপড়ার শীতলাগাঁও এলাকা থেকে আরও ৩ যুবক ইসলামপুরে পুজো দেখতে এসেছিল। আর বাড়ি ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর ভাবে জখম হয় ছয়জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তবে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।