নিউজ ডেস্ক - মধ্য প্রদেশের ভোপালে মোবাইল ঘাটতে ঘাটতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনেই বসে পড়েছিল বছর ২০ র এক যুবক, আর ট্রেনের ধাক্কায় মৃত্যু মনরাজ তোমার নামে ওই যুবকের। ওই যুবক বিবিএ পড়ুয়া ছিল। জানা যাচ্ছে, এই দিন সকালে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক। গল্প করতে করতে তারা কাছের একটি রেললাইনের ধরে এসে দুই বন্ধু মিলে রেললাইনেই বসে মোবাইল ঘাঁটতে শুরু করে। আর ওই যুবক যে ট্রাকে বসেছিল, তার পাশের ট্রাকেই বন্ধুও বসে মোবাইল ঘাঁটছিল।
সেই সময়ে এই ট্রাকে ট্রেন চলে আসে , কিন্তু মোবাইলে ধ্যান ছিল যে ওই যুবক বারংবার হর্ন দিলেও, তা কানে শুনতে পাননি এবং বন্ধুর ডাকও শুনতে পায়নি। ফলে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য।
Tags
India