উৎসবের মরশুমে নারী নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ হুগলি গ্রামীন পুলিশের

নিউজ ডেস্ক : অলি গলি থেকে রাজপথে মহিলাদের সুরক্ষিত রাখার  তাগিদে অর্থাৎ শারদ উৎসবে মহিলা নিরাপত্তার ক্ষেত্রে এক বিশেষ উদ্যোগ নিলো হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন। থাকছে পিংক মোবাইল ভ্যান। সঙ্গে ঘুরবে উইনার্স স্টিম। উড়বে ড্রোন। থাকছে সর্বত্রই সিসিটিভি নজরদারি। 

এদিন দুপুরে সিঙ্গুর থানার অন্তর্গত রতনপুর ব্রিজের ওপর সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অগ্নিশ্বর চৌধুরী , SDPO কৃষানু রায়, ডিএসপি প্রিয়ব্রত বক্সি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মোট তিনটি পিংক পেট্রোল মোবাইল ভ্যান এবং ২৫টি মোটর চালিত বাইসাইকেল পুজোর দিনগুলোতে বিভিন্ন থানা এলাকায় নজরদারি চালাবে। 



পুলিশ সুপার কামনাশিষ সেন বলেন ,"তিনটি পিংক মোবাইল ভ্যান আরামবাগ মহকুমা চন্ডীতলা থানা এবং সিঙ্গুর লাইনে রাখা হবে"।তবে এই প্রথম মোটর চালিত বাইসাইকেল করে গ্রিন উইনার্স  টিমের মহিলা পুলিশ কর্মীরা বিভিন্ন পুজো মণ্ডপ সহ জনবহুল এবং নির্জন এলাকায় নজরদারি চালাবে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন