নিউজ ডেস্ক : মহালয়ার সকালবেলাতেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল নবম শ্রেণীর এক স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটে কলকাতার বাঁশদ্রোণীতে ।টিউশন যাওয়ার পথে মাটি কাটার যন্ত্রের গাড়ি অর্থাৎ জেসিবি পিষে দিয়েছে। ঘটনায় ক্ষুদ্ধ এলাকার সাধারণ মানুষ । ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা। মূলত কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের রাস্তা সারাইয়ের কাজ চলছিল। আর সেই সময় এই এই বিপত্তি ঘটে, স্থানীয় সূত্রে খবর, হেঁটে টিউশনিতে যাচ্ছিল সেই পড়ুয়া । ঠিক সেই সময়ে জিসিবির সামনে দিয়ে যাওয়ার সময় আচমকায় তার সামনে এগিয়ে থাকা অংশ ছাত্রকে একটি গাছের সঙ্গে পিষে দেয় আর সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা।
খালি হয়ে গেল এক মায়ের কোল ! মহালয়ার সকালে জেসিবি পিষে দিল স্কুল ছাত্রকে
byMonisha Roy
-
0