নিজস্ব সংবাদদাতা, হুগলি: প্রতিবছরের মতোই জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল অভিনেতা সৌভিক চক্রবর্তীর বাড়ির লক্ষ্মীপুজো।
সৌভিক ও তার পরিবার হুগলির কোন্নগর কানাইপুরের আদি বাসিন্দা। সেখানেই বাড়ির প্রতিষ্ঠিত মূর্তিতে ধনদেবীর আরাধনা করেন অভিনেতা ও তার পরিবার। পুজো উপলক্ষে সন্ধ্যে থেকেই পারিবারিক আত্মীয় স্বজন ও অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেতা সৌভিককে।
সংবাদমাধ্যমকে সৌভিক জানান, বিগত ষাট বছর ধরে তারা কানাইপুরে বাসিন্দা। ঠাকুরদা বীরেন্দ্রনাথ চক্রবর্তীর আমল থেকেই বেশ জাঁকজমক করে এই পুজো হয়ে আসছে। পুজোর বিশেষ আকর্ষণ ইলিশ মাছ সাথে লুচি আলুর দম বিভিন্ন রকম ভাজা খিচুড়ি চাটনি পায়েস নাড়ু সহ বিভিন্ন ফলমূল ভোগে দেওয়া হয়ে থাকে।
এই বছর সৌভিকের বাবা শ্রী দেবাশীষ চক্রবর্তী ও মা মীনাক্ষী চক্রবর্তীর তত্ত্বাবধানে সকল রীতি মেনে সম্পন্ন হয় অভিনেতার বাড়ির লক্ষ্মীপুজো।