নিউজ ডেস্ক : ফের নক্ষত্র পতন ! না ফেরার দেশে চলে গেলেন সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী -র 'টুনু' অর্থাৎ দেবরাজ রায়। বয়স হয়েছিল ৭৩বছর । সিনেমার দুনিয়া থেকে সংবাদ পাঠক হিসেবেও খুবই জনপ্রিয় ছিলেন তিনি । সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন । আজ সল্টলেকের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ারের শুরু । মৃণাল সেনের ক্যালকাটা ৭১ এর মত সিনেমার একটা বিশেষ অংশ ছিলেন তিনি ।তরুন মজুমদার থেকে শুরু করে বিভূতি লাহা এমনকি তপন সিনহার মতো পরিচালকদের সাথেও জমিয়ে কাজ করেছেন তিনি।