শিয়ালদহের নামকরণ বদল নিয়ে জোর বিতর্কের সৃষ্টি বিজেপি - তৃণমূলের মধ্যে

নিউজ ডেস্ক - বুধবার শিয়ালদহ থেকে একাধিক রেল প্রকল্পে উদ্বোধন করার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনে শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবি রাখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। জানা যাচ্ছে , গতকাল শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান থেকেই রেলমন্ত্রীর সামনে শমীক বলেন, ”শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক শিয়ালদহ স্টেশনের।” আর এরপরই এর পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূমের দাবি যে, শ্যামাপ্রসাদ কেন,  শিয়ালদহ স্টেশনের নাম বিবেকানন্দর নামে করা হোক।এই বিষয় নিয়ে  তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”সব কিছুর একটা ইতিহাস আছে। বিভিন্ন জায়গায় নাম বদল করে রাজনীতি করছে বিজেপি। এখানেও সেটা করার চেষ্টা হচ্ছে। শিয়ালদহ স্টেশন স্বামী বিবেকানন্দের নামে করুন। যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে করুন।”   

উল্লেখ্য বিষয় যে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন হল শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এই স্টেশন ব্রিটিশ আমল থেকেই যাত্রীদের এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার সুবিধা করে দিচ্ছে। বর্তমানে শিয়ালদহ  সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করে। এর আগেও শিয়ালদহ স্টেশনের নাম আগেই বদলের দাবি উঠেছিল। বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেই দাবি করা হয়েছিল। আর এরই মধ্যে বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একাধিক রেল প্রকল্প উদ্বোধন করা নিয়ে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ”রেলমন্ত্রী বিভ্রান্ত করছেন। বাংলায় যা যা প্রকল্প, তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তাকে ড্রাই করে দিয়েছেন ওঁরা। আপনারা আগে রেলের নিরাপত্তা দিন। আর বাংলার সেই সব প্রকল্প শেষ করুন। রাজনৈতিক ভাবে নাক গলাবেন পরে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে যা করেছিলেন, সেই কাজগুলি শেষ করুন।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন