নিউজ ডেস্ক : সাতসকালে হাড় হিম করা দুর্ঘটনা। মহারাষ্ট্রের পুনের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে পুনের কাছে অবস্থিত বাভধান বুদরুক গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে , দুর্ঘটনাটির ফলে হেলিকপ্টারে উপস্থিত দুজন পাইলট এবং একজন ইঞ্জিনিয়ার এর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় দুটি অ্যাম্বুলেন্স এবং দমকলের চারটি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর , বেসরকারি হেলিকপ্টার টি মেরামতির কাজ চলছিল। বুধবার দিন সেটিকে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। সেটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। একাধিক প্রশ্ন উঠে আসছে কেন সম্পূর্ণ মেরামত না করে সেটিকে আকাশে ওড়ানো হলো? স্থানীয় সূত্রে খবর , বুধবার অর্থাৎ আজ সকালে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল আকাশ সেই সময় একটা আচমকা শব্দের জেরেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সেটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।