নিউজ ডেস্ক - রবিবারের সকালে দিল্লির রোহিণী এলাকার সেক্টর ১৪-এর প্রশান্তবিহারে সিআরপিএফ স্কুলের সামনে ঘটল জোরাল বিস্ফোরণ। কিন্তু কি কারণে বিস্ফোরণ হয়েছে টা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, বম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ৭.৪৭নাগাদ রোহিণী এলাকার সিআরপিএফ স্কুলের সামনে থেকে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আর এরপর নিমেষেই স্কুলের সামনের অংশ সাদা ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে আসেন আশেপাশের লোকজন।বিস্ফোরণ এতটাই জোরাল ছিল যে সিআরপিএফ স্কুলের পাঁচিলের একাংশ এবং স্কুলের আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচও ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের দোকানগুলিও।
প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান যে, কোনও সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।তবে মাটির নীচের পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণস্থলে সাদা গুড়ো জাতীয় কিছু বস্তু পাওয়া গিয়েছে। আর সেই জিনিসটি কী, তা পরীক্ষা করে দেখছে ফরেন্সিক বিশেষজ্ঞরা।