নিউজ ডেস্ক - বীরভূমের নলহাটি থানার মহিষাগড়িয়া গ্রাম সংলগ্ন পাথর খাদানে ধস নেমে পাথর চাপা পড়ে মৃত্যু হল তিন খাদান শ্রমিকের এবং গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।সেই আহত শ্রমিককে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।সূত্রের খবর, সোমবার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার মহিষাগড়িয়া গ্রাম সংলগ্ন এলাকার পাথর খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় পাথর খাদানে পাথরের ধস নামে।
ফলে সেখানে কর্মরত চারজন পাথর খাদানের শ্রমিকরা পাথরের নীচে চাপা পড়ে যান।আর ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শ্রমিকের। এবং গুরুতর আহত হন আরও একজন শ্রমিক। ওই তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় নলহাটি থানার পুলিশ।
Tags
accident