নিউজ ডেস্ক - সোমবার বিকালে কোচবিহারের শীতলকুচির কাচারী ঘাট এলাকায় হঠাৎ এক বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজনেরা ছুটে এসে দেখতে পান সেতুর উপর একটি পাথর বোঝাই ডাম্পার দাঁড়িয়ে রয়েছে আর ভেঙে গিয়েছে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় থাকা সেতুটি।আর প্রশাসনকে জানানো হলেও কোনও কাজ হয়নি।আর আজ হঠাৎ করে ভেঙে যায় সেতুটি।
জানা যাচ্ছে, শীতলকুচির ভাঐরথানা, ছোট শালবাড়ী, আকড়াহাটের সঙ্গে শীতলকুচি,গোসাইরহাটের যোগাযোগের জন্য একমাত্র ভরসা ছিল এই সেতু । প্রতিদিন কয়েকশো গাড়ি এবং কয়েক হাজার লোক যাতায়াত করেন এই সেতু দিয়ে।এইদিন একটি পাথর বোঝাই ডাম্পার ভাঐরথানার দিকে যাওয়ার সময় বুড়া ধরলা নদীর সেতুর ওপর উঠতেই ভেঙে যায় সেতুটি। ব্রিজ ভেঙে যাওয়ায় ওই ডাম্পারটি আটকে যায় সেতুর উপরে। আপাতত কোনও হতাহতের খবর নেই।
Tags
accident