নিউজ ডেস্ক - হাওড়ার বেলুড়ে ১৬/৩৫ রাজেন শেঠ লেনে মাত্র ছ’মাস আগেই তৈরি হওয়া পাঁচতলা বিল্ডিংটির মাঝ বরাবর দেখা গেল ফাটল এবং সাথে বিল্ডিং হেলে গেল একদিকে। সকাল সকাল সকালে এমন দৃশ্য দেখে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। আর ফ্ল্যাটের নির্মাতাদের দেখা পাওয়া এবং ফোন করেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
বিল্ডিং হেলে যাওয়ার খবর পেয়ে বেলুড় থানার পুলিশ এবং বালি পুরসভার ইঞ্জিনিয়াররাও পৌঁছান সেখানে। বিল্ডিংটি ভেঙে পড়ায় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।আবার বিল্ডিংটির আশপাশে রয়েছে বেশকিছু বাড়িঘর ও জনবহুল রাস্তা।
এক বাসিন্দা বলেন, "কয়েক মাস আগে এসেছি। এই অবস্থায় ভয়ে আছি। সব নিয়ে বেরিয়ে যাব আজই।"আর এক বাসিন্দা বাড়ির জিনিসপত্র বের করতে করতে বলেন, “নির্মাতারা কেউ ফোন করছে না, কেউ ফোন ধরছেও না। কোথায় যাব আমরা। কোনও রকমে পয়সা জোগাড় করে এই ফ্ল্যাট কিনেছি।”