নিউজ ডেস্ক - ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের রেজিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের। অর্চনা হালদার, বিক্রম হালদারের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিল ১৩ বছরের অনন্যা হালদার। কিন্তু, গতকাল রাত ১১.৩০ নাগাদ সময় ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি বাস তাঁদের পিছন থেকে ধাক্কা মেরে চলে যায়। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় দুর্ঘটনাস্থলে। ধাক্কা মারার পর বাস নিয়ে এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন চালক।
ঘটনার পর তাঁদের উদ্ধার করে এলাকার লোকজনই বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অর্চনা দেবীকে মৃত বলে ঘোষণা করেন।তবে বাবা ও মেয়ের জীবিত ছিলেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। খবর পাওয়ার পর এলাকায় আসে রেজিনগর থানার পুলিশ। ঘাতক বাসটির খোঁজ পাওয়া যায় বহরমপুরে। সেটিকে সেখান থেকেই আটক করে পুলিশ।
Tags
accident