নিউজ ডেস্ক -মুর্শিদাবাদের ফরাক্কায় পুজোর ফুল দেওয়ার লোভ দেখিয়ে দশ বছরের ওই নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।এবং একজনকে আটক করেছে পুলিশ। মৃত নাবালিকার পরিবারের দাবি যে,ওই নাবালিকা ও তার পরিবার দিল্লি থেকে দু’মাস আগে ফরাক্কায় এসেছিল। আর রবিবার ভোরবেলা বান্ধবীদের সঙ্গে ফুল কুড়োতে গিয়েছিল। ঠিক সেই সময়ই অভিযুক্ত প্রতিবেশী নাবালিকাকে ফুল দেওয়ার নামে বাড়িতে ডেকে খুন করে বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার এলাকায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী এসে দেহ উদ্ধার করা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের বাবা বলেন, “আমরা দুমাস হল এসেছি। পুজোর জন্য এসেছিলাম। যখন ঘটেছে তখন বাড়িতে কেউ ছিলাম না। এরপর আমার বউ ফোনে বলল সবটা। তখন শুনলাম। মেয়েটাকে আমার মেরে বস্তার ভিতর ঢুকিয়ে দিয়েছে।”