নিউজ ডেস্ক - রবিবার রাত ১১.৩০ নাগাদ বিসর্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড় থেকে শুরু করে কদম তলা ঘাট এলাকায় একাধিক পুজো কমিটির মধ্যে দফায় দফায় সংঘর্ষ। যার জেরে আহত হয়েছেন ২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের।
জানা যাচ্ছে, রাধানগর বারোয়ারি কমিটির প্রতিমা বিসর্জনের সময় চ্যালেঞ্জ মোড় এলাকায় বেশ কয়েকজন যুবক বিসর্জন করতে আসা মানুষের ওপর ইট ছোড়ে।এমনকি লাঠি-লোহার রড নিয়ে হামলা চালানোর এবং রাস্তায় ফেলে মারধরও করা হয় বলে অভিযোগ উঠছে।হামলার জেরে এক যুবক গুরুতর আহত হন। এর সাথেই কৃষ্ণনগর কদমতলা বিসর্জন ঘাটেও বৈকুণ্ঠসড়ক বারোয়ারি ও গেট রোড শ্মশান কালীতলা বারোয়ারির মধ্যে হাতাহাতির জেরে এক যুবকের মাথা ফেটে যায়। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
Tags
WEST BENGAL