নিউজ ডেস্ক - বুধবার পুরুলিয়ার বরাবাজার থানার সিন্ধ্রি এলাকার কুমারী নদীর তসরুবাকি ঘাটের পাশে নদীর চর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ। জানা যাচ্ছে ,মৃতদেহটি নদী চরে পুঁতে রাখা হয়েছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এইদিন সকালে ঘাটের পাশে রক্তের দাগ দেখা যায়।আর তার কিছু দূর থেকে নদীর বালি দিয়ে উঁচু করে ঢাকা দেওয়া অবস্থায় মৃতদেহটি নজরে আসে।
এরপর বরাবাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে বালি সরাতেই দেখতে পান এক তরুণীর মৃতদেহ পুঁতে রাখা ছিল। পুলিশের অনুমান যে,ওই তরুণীর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে হতে পারে। তবে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি একটি খুনের ঘটনা। ওই মৃত তরুণীর পরনে ছিল জিন্সের প্যান্ট ও জামা গলায় ওড়না জড়ানো অবস্থায় দেহটি উদ্ধার হয়।তবে, মৃতার পরিচয় এখনও জানা যায়নি।
Tags
Crime