নিউজ ডেস্ক - বৃহস্পতিবার হরিদেবপুরের সবুজ পার্কে নির্মীয়মান আবাসনের নীচ থেকে উদ্ধার হল কালু দে নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ। দেহ পড়ে থাকতে দেখে পাড়ার বাসিন্দারাই হরিদেবপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে টালিগঞ্জ এমআর বাঙ্গুর হাসপাতাল নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কালুর পরিবারের সদস্যদের দাবি, স্থানীয় কিছু ছেলেদের সঙ্গে মিশে মাঝেমধ্যেই নেশাভান করতেন তিনি।তাঁকে ডেকে নির্মীয়মান আবাসনের ওপরে খুন করে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়া হয়েছে।তাঁদের আরও দাবি যে ওই যুবকের দেহটি চিৎ হয়ে পড়ে থাকলেও তার পেটে এবং মুখে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ইতিমধ্যে হরিদেবপুর থানার পুলিশ এই ঘটনায় তাঁর এক বন্ধুকে আটক করেছেন এবং আরেক বন্ধুর খোঁজ চলছে।
Tags:
WEST BENGAL