নিউজ ডেস্ক - শিয়ালদহ ইএসআই হাসপাতালে শুক্রবার ভোর ৫.৩০ নাগাদ লাগলো বিধ্বংসী আগুন। খবর পাওয়ার পর হাসপাতালে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক রোগীর।আর খবর পাওয়ার পর হাসপাতালে দমকলমন্ত্রী সুজিত বসু গিয়ে জানান এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ আচমকা দেখা যায়, হাসপাতালের একটি অংশে আগুন জ্বলছে। ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল।দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। দমকলের চেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সূত্রের খবর, আগুন লাগার ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮০ জন রোগী। তাঁদের দ্রুত অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয় । মন্ত্রী জানান, একজন রোগী ধোঁয়ায় দমবন্ধ হয়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হলে পরে হাসপাতালের তরফ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে ওই রোগীর।
তবে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে বিদ্যুৎ সংযোগ থেকেই আগুন লেগেছে। হাসপাতালের এইচডিইউ বিভাগে আগুন লাগার পর সরবত্রছরিয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মীরাও।যদিও পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক করা যায়, সেদিকে নজর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।