নিউজ ডেস্ক - সোমবার রাতে বিহারের রাজধানী শহরে একটি মেট্রো নির্মাণের কাজ চলাকালীন এনআইটি এক্সিটের কাছে ঘটনাটি ঘটে। লোকো মেশিনের ব্রেক ফেল করে কর্মরত তিনজন কর্মীর ওপর দিয়ে চলে গেল।মৃত তিনজন কর্মী। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই মাটির তলায় ওই মেট্রো লাইন নির্মাণের কাজ চলছিল। এই দিন রাতের শিফটে কাজ করছিলেন কর্মীরা। একটি লোকো মেশিন ছিল, যার মাধ্যমে টানেলের মধ্যে পণ্য পরিবহন করা হত, সেই লোকো মেশিন ব্রেক ফেল করে পিষে দেয় ওই তিন কর্মীকে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মীর।
বাকিরা গুরুতর আহত হন।ঘটনার খবর পাওয়ার পর কর্তৃপক্ষের কাছে পৌঁছতে দেরি হওয়ায় আহতদের উদ্ধার করে পাটনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরও দুই কর্মীর।
Tags
accident