নিউজ ডেস্ক -উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার চাঁদা পানচিতা এলাকায় প্রকাশ্য রাস্তা থেকেই তরুণীকে অপহরণ করার চেষ্টা অপহরণকারীর।কিন্তু শেষ রক্ষা হল না , পুলিশি অ্যাকশনে উদ্ধার তরুণী। স্থানীয়দের অভিযোগ যে, এলাকার এক বাচ্চার দ্বারা ওই তরুণীকে ডেকে পাঠায় কয়েকজন যুবক। এরপর ওই তরুণী বাড়ির বাইরে বের হতেই গাড়িতে যুবকের দল তুলে নিলে সোজা গাড়ি নিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে য়ায়।
এরপর কিছু লোকজন ওই গাড়ির পিছনে ছুটে গেলে শেষ পর্যন্ত যুবকদের আর ধরতে পারে না।আর যুবকদের পরিচয়ও জানা যায়নি। ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই বনগাঁ বাগদা রোডের চাঁদা বাজার এলাকায় পথ অবরোধ শুরু করে দেন এলাকার লোকজনরা ও তরুণীর পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনরাও।আন্দোলনকারীদের স্পষ্ট দাবি ছিল যে, যতক্ষণ না অপহরণকারীদের ধরা হচ্ছে, মেয়েকে উদ্ধার করা হচ্ছে ততক্ষণ তাঁরা অবরোধ তুলবেন না। ব্যাপক ট্র্যাফিক জ্যামও দেখা যায় এলাকায়।
এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে, পুলিশের সঙ্গে অবরোধকারীদের দীর্ঘক্ষণ ঝামেলা চলে। তবে, ততক্ষণে পুলিশের অন্য টিম তরুণীর মোবাইলের লোকেশন ট্র্যাক করে জানতে পারেন একই এলাকায় হলেও তরুণীর বাড়ি থেকে বেশ কিছুটা দূর থেকে শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করে পুলিশ। কিন্তু অপহরণকারীদের ধরা যায়নি।