নিউজ ডেস্ক - নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের সাহেব ডাঙা গ্রামে বেশ অনেকক্ষণ ধরে নিখোঁজ থাকার পর হাত-পা বাঁধা অবস্থায় পিঁপড়ের চাক থেকে উদ্ধার করা হয় এক ৫ বছরের শিশুকে।তাঁর সারা শরীরের পিঁপড়ের কামড়ে ততক্ষণে দগদগে ক্ষত তৈরি হয়েছে। তবে, ওই শিশুর জানাচ্ছে, প্রতিবেশী এক যুবকের সঙ্গে ইয়ার্কি মারার দোষে তাঁকে এইরকম শাস্তি পেতে হয়েছে। ইসমাইল ধাবক নামে স্থানীয় এলাকায় দাপুটে বলেই পরিচিত। আক্রান্ত শিশুর মা থানায় অভিযোগ দায় করতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩ টের সময় থেকে ওই শিশুটি নিখোঁজ ছিল। আর দুপুরে সে বাড়িতে তার বাবা-মা বাড়িতে ছিলেন না।এরপর সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরে আসার পর, ছেলেকে দেখতে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। তাঁদের দাবি যে, গ্রামের এক পাশে একটি পিঁপড়ের চাকের উপর হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল ছেলেকে খুঁজে পান। আপাতত ওই শিশু আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
Tags:
Crime