নিউজ ডেস্ক - রবিবার গভীর রাতে বৈদ্যবাটি চৌমাথার দিক থেকে বৈদ্যবাটি ১১নম্বর রেল গেটের দিকে আসা একটি বাইকের ধাক্কায় আহত তাপস শাসমল নামে বছর বাহান্নর এক ব্যক্তি।আর এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ঘাতক বাইকে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যাচ্ছে, বৈদ্যবাটি কাজীপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক স্থানীয় বাসিন্দাকে ধাক্কা মারে ওই ঘাতক বাইকটি। গুরুতরভাবে আহত হন তিনি।আর এরপর উত্তেজিত জনতা ওই বাইকে আগুন লাগিয়ে দেয়।স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাপস শাসমলকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান।
আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। দাউ দাউ করে জ্বলতে থাকে বাইকটির আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। এমন ঘটনা ঘটার কারণ কি, আর কারাই বা বাইকে আগুন লাগাল, তা খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দারা কেউই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।