নিউজ ডেস্ক - তিস্তা নদীর জলস্তরের ওঠানামার জেরে ঘর ছাড়া ৮০টি পরিবার। আর সেই সকল পরিবারের স্থায়ী ঠিকানা হয়েছে কমিউনিটি হল। বেশকিছুদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের জেরে সমস্ত নদী গুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভাঙনও শুরু হয়েছে। শিলিগুড়ির অদূরে চমক ডাঙ্গী গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে চলা তিস্তার জল গ্রামে ঢোকার মূল রাস্তা গ্রাসে চলে গিয়েছে।আর ধীরে ধীরে সেই ভাঙনের মুখে গোটা গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ যে, সেচ দফতরকে ভাঙন শুরু হওয়ার আগে বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন তাঁরা।কিন্তু সেচ দফতর অধিকারিরা পরিদর্শন করে গেলেও সময় মতো কাজ শুরু না করায় ভাঙনের মুখোমুখি হতে হচ্ছে বাসিন্দাদের। অবশেষে ঘর ছাড়া হতে হল তাদের।
গত বুধবার রাতে ভাঙন বেড়ে যাওয়ার কারণে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। শেষ সম্বল বাঁচাতে নিজেরাই তাদের ঘড়বাড়ি ভেঙে প্রয়োজনীয় জিনিসত্র নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে।আর বাড়ির বয়স্ক ও বাচ্চাদের নিরাপদ স্থান হয়েছে কমিউনিটি হল। তাদের দাবি যে, ভাঙন যে ভাবে গ্রাস করছে তাতে পুরো গ্রামটিই নিশ্চিহ্ন হয়ে যাবে।