BREAKING : কালীপুজোর সময় বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

নিউজ ডেস্ক - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজো সময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পুলিশকে সতর্ক থাকতে বললেন। এরসাথে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হতে পারে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দানার প্রভাবে একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । আর জেলাশাসকের সঙ্গে শুক্রবার নবান্ন থেকে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেই বৈঠকেই কালীপুজোর সময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হওয়ার সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির কাছ থেকে পূর্ব মেদিনীপুরের দানার প্রভাব নিয়ে মুখ্যমন্ত্রী খোঁজ নেওয়ার সময় কালীপুজোর প্রসঙ্গ তুলে বলেন, “কালীপুজোয় আতসবাজি ফাটবে। নজর রাখবে ওর মধ্যে কেউ যেন দুষ্টুমি না করতে পারে। এগুলো পুলিশকে ইন্টেলিজেন্স আরও শক্তিশালী করতে হবে। এসটিএফকে কাজে লাগাতে হবে। কোনওরকম বিস্ফোরণের সুযোগ যাতে কেউ না নিতে পারে। সাম্প্রদায়িক হিংসা যাতে কেউ না লাগাতে পারে। একটা পরিকল্পনা চলছে। এটাকে ভেস্তে দিতে হবে।”

এরপর উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতায় একটা কমিউনাল টেনশনের প্ল্যানিং চলছে। কোনও কোনও দুষ্টু লোক আছে। এদের আমি রাজনৈতিক নেতা বলতে চাই না। এদের মাথা মরুভূমি। শুধু দুষ্টুমির প্ল্যান করে। এই প্ল্যান ভেস্তে দিতে হবে। আইবি, পুলিশের সোর্সকে কাজে লাগাতে হবে।”

হাওড়ায় একদিন আগে খুনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল দুর্যোগের সুযোগ নিয়ে হাওড়ায় খুন করে দিল। উৎসবের সময় সুযোগগুলো নেয়, দুর্যোগের সময় সুযোগ নেয়।” আর ঝাড়গ্রামের জেলাশাসকের সঙ্গে কথা বলার সময় মমতা বলেন, “এই সুযোগে সীমান্ত থেকে যাতে কোনও দুষ্টু লোকের আমদানি না হয়, তা দেখতে হবে পুলিশকে। এরা কিন্তু, সুযোগ নেয় এইসবের।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন