BREAKING : বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষের জেরে ৮ জন শিশুসহ মৃত কমপক্ষে ১১ জনের

নিউজ ডেস্ক - রবিবার সকালে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষের জেরে ৮ জন শিশুসহ মৃত কমপক্ষে ১১ জনের। জানা যাচ্ছে,রাজস্থানের বারি এলাকায় ১১বি জাতীয় সড়ক দিয়ে প্রাক-বিবাহ বা প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান থেকে বাসে করে ফেরার সময় সুনিপুরের কাছে  হঠাৎই টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে দুর্ঘটনাগ্রস্ত বাস ও টেম্পোটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।এরপর বাস ও টেম্পোর ভিতর থেকে মোট ৮ জনের দেহ উদ্ধার করা হয়।তাঁদের মধ্যে দুইজন মহিলা, একজন পুরুষ ও ৫জন শিশুকে উদ্ধার করা হয়েছে।এর সাথে দুর্ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন