নিউজ ডেস্ক - সোমবার রাতে বীরভূমের সিউড়ি থানা এলাকার নহদহরী গ্রামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আগুনের জেরে ঘর, আসবাব- পুড়ে গিয়েছে। জানা যাচ্ছে, তৃণমূল নেতা বাবু আনসারি ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু অভিযোগ অস্বীকার করে বাবু জানাচ্ছেন, এসব আসলে জমি মাফিয়াদের কাজ। কেন তাঁর দিকে অভিযোগের আঙুল তোলা হল, তা বুঝে উঠতে পারছেন না তিনি।
আগুন লাগার খবর পেয়ে রাতে দমকল ও পুলিশ পৌঁছায়। অভিযোগ, সোমবার রাতে বেশ কয়েকজন লোক ওই ব্যক্তির বাড়িতে হানা দেন । বাড়িতে সেই সময় কোনও পুরুষ না থাকার সুযোগ নিয়ে মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়, আর তারপর তারা বাড়ি থেকে পালিয়ে গেলে, আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।
পরিবারের সদস্য আসমা খাতুন জানাচ্ছেন, তাঁর বাবা বেশ কিছুদিন ধরেই বাড়িছাড়া রয়েছেন। তার দাদাও অত্যাচারের জেরে বাড়ি ফিরতে পারেন না । তিনি, তাঁর মা ও বৌদি থাকেন বাড়িতে। আসমার দাবি যে , তাঁদের বাড়ির পাশের জমিটা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাদের চাপ দেওয়া হচ্ছে। তাঁর কাকাকেও ফাঁসিয়ে দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। তাঁদের কাছে আর কানাকড়িও নেই। তিনি বলেন, "অন্তত ২০-২৫ জন লোক এসেছিল রাতে, তাদের সবার হাতে ছিল পিস্তল।"প্রাথমিক ভাবে অনুমান বাড়ির উপরে থাকা ইলেকট্রিক পোল থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লাগানো হয় ছিল কি না, সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।