নিউজ ডেস্ক - নাকতলায় হর্ষ চৌধুরী নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ছড়ালও চাঞ্চল্য। পরিবার সূত্রে খবরে জানা যাচ্ছে, আজ সকালে ৭.১৫ মিনিট নাগাদ জিমের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল সে।এরপর ৭.৩০ মিনিট নাগাদ তার মা মর্নিং ওয়াকের উদ্দেশে বের হন।সাধারণত যে রাস্তায় হর্ষ জিম যায় সেই রাস্তা দিয়েই তাঁর মা অঞ্জনা চৌধুরী মর্নিং ওয়াক করতে যান।আর জিমের সামনে পৌঁছতেই দেখেন অচৈতন্য অবস্থায় জিমের সামনে শুয়ে আছে তার ছেলে। এরপর তাঁর ডাকাডাকিতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় মানুষদের সাহায্যে হর্ষকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখান থেকে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী, ওই যুবকের পা, হাত এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে।কিন্তু কীভাবে ওই যুবক ওখানে অচৈতন্য হয়ে গেলেন এবং জিমেরই বা কী ভূমিকা তা নিয়ে তৈরি হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে ।
Tags
WEST BENGAL