BREAKING : রাস্তার ধারের মোমোর দোকানের মোমো খেয়ে মৃত ১ মহিলা অসুস্থ ৩৩ জন

 


নিউজ ডেস্ক - হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় মোমোর দোকান থেকে মোমো খেয়ে মৃত্যু হল এক মহিলার।অসুস্থ ওই মহিলার ২ কন্যাসহ আরও ২০ জন। শহরের বিভিন্ন জায়গায় মোমোর দোকান থেকে খাবার খেয়ে একসঙ্গে এত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।তাই তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যাচ্ছে,  মোমোর দোকান থেকে খাবার খাওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একের পর এক মানুষ।  আর ওই সমস্ত দোকানের ভেন্ডর একজনই। গত শুক্রবার খৈরতাবাদে রাস্তার ধারের এক মোমোর দোকান থেকে মোমো খান রেশমা বেগম ওই মহিলা ও তাঁর দুই কন্যা ।এরপরই বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন মহিলা। প্রথমে তার ডায়েরিয়া, পেট ব্যথা ও বমি শুরু হয়। এরপর অসুস্থ হয়ে পড়ে তাঁর দুই মেয়েও। দ্রুত তিনজনকেই হাসপাতালে ভর্তি করানো হলে রবিবার মৃত্যু হয় রেশমার। তাঁর দুই মেয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারেন, ওই মোমো বিক্রেতা, একাধিক স্টল রয়েছে, কিন্তু তার আদৌ কোনও ফুড সেফটি লাইসেন্স নেই। অত্যন্ত অস্বাস্থ্যকরভাবে মোমো তৈরি করা হচ্ছিল। মোমো বানানোর ময়দা ফ্রিজে আঢাকা অবস্থাতে রাখা থাকত, যার ফলে ইস্ট, ফাঙ্গাস জন্ম নেয়। আবার, ফ্রিজের দরজাও ভাঙা ছিল। মোমোর দোকান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।ইতিমধ্যেই দুই দোকানদারকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন