নিউজ ডেস্ক - শিলিগুড়ির এক নার্সিংহোমের হস্টেলের শৌচাগারের শাওয়ারের কল থেকে উদ্ধার হল এক নার্সের ঝুলন্ত দেহ।ওই নার্সের পরিবারের দাবি ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। শনিবার সকালে তাঁর পরিবার এসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য যান।
শিলিগুড়িতে মিলনপল্লীতে ওই হস্টেল সংলগ্ন এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে, রাতে ওই হস্টেলে অনেকেই আসতেন। তবে এই ঘটনার পর দেহ নিয়ে নার্সিংহোম যাওয়ার চেষ্টা করা হলেও বাসিন্দারা তা রুখে দেন। এরপর এলাকায় এইনিয়ে রাতভর ঝামেলা হয়। হস্টেলে রাখা একটি বাইক ভাঙচুর করা হয়। বিশাল পুলিশ বাহিনী এসে দেহ উদ্ধার করে নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাঠান হয়। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।
Tags
WEST BENGAL