নিউজ ডেস্ক - মঙ্গলবার মালদহে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে গুরুতর আহত ৬ বছরের বান্টি কুমার মাহাত নামে এক শিশু। ঘটনার পর তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মালদহের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিশুটি সংশ্লিষ্ট এলাকার একটি চিকিৎসালয়ের বারান্দায় খেলা করছিল। সেই সময় বল ভেবে বোমা নিয়ে খেলতে যেতেই ফেটে যায় সেটি।এরপর ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী এসে দ্রুত তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকার বাসিন্দা প্রোমোদ রায় বলেন, “বাচ্চা বল নিয়ে খেলছিল। তারপর হঠাৎ করেই বোমা ফাটার শব্দ শুনতে পাই। দৌড়ে চলে আসি। দেখি বাচ্চাটা শুয়ে পড়েছে মাটিতে। কাঁদছে। ওর পায়ে-হাতে আর মাথায় লেগেছে। আতঙ্কে আছি আমরা। আজ বাচ্চাটার হয়েছে। কাল আমাদের সঙ্গেও হতে পারে।”
Tags
WEST BENGAL