নিউজ ডেস্ক - সোমবার ভোরে ডেবরা থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে বালিচক লকগেট এলাকায় খালের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। জানা যাচ্ছে,উদ্ধার হওয়া ওই ব্যাক্তির নাম শক্তিপদ সিট। তিনি নারায়নগড় থানার রাজপুর এলাকার বাসিন্দা।এইদিন ভোরবেলাতে প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেহটি ভাস্তে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ক্যানেল থেকে দেহ উদ্ধার করে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শক্তিপদ ডেবরা এলাকায় তাঁর শ্বশুরবাড়িতেই পরিবার নিয়ে ছিলেন। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেহ শনাক্ত করেন। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, তা পরিবারের সদস্যদের কাছে স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি খুন, পুরোপুরি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Tags:
WEST BENGAL