নিউজ ডেস্ক - উত্তর ২৪ পরগনার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামে জন্মদিনের দিন উদ্ধার হল ১১ বছর বয়সি এক নাবালকের দেহ।মৃত ওই নাবালকের বাবা কলকাতায় কাজ করেন। ছেলের জন্মদিন উপলক্ষে তিনি বৃহস্পতিবার বাড়ি আসেন। আর এইদিন সকালে তার বাবা ছেলের কাছে জানতে চায়, সে জন্মদিনে কি খেতে চায়। উত্তরে নাবালক জানিয়েছিল, কেক ও পায়েস হলেই চলবে। নাবালকের মা মাংস আনতে বলেছিল স্বামী। বিকেলে বাড়িতে ছেলেকে রেখে স্বামী-স্ত্রী বাজারে কেক ও পায়েসের বাজার করতে যান। ওই নাবালকের মা কিছুক্ষণ পর দুধ ও কেক নিয়ে বাড়ি ফিরে আসেন। দেখেন, রুমে টিভি চলছে। ডেকেও ছেলের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। তখন তিনি জানালা দিয়ে দেখেন, গলায় গামছা গিয়ে ঝুলছে ছেলে। কান্নায় ভেঙে পড়েন নাবালকের মা।
খবর পেয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসেন নাবালকের বাবা।কিন্তু তিনি বুঝতে পারছেন না যে কেন তার ছেলে গলায় দড়ি দিল। তিনি বললেন, "বাজার যাওয়ার সময়ও ছেলের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করিনি আমরা।" সন্তানকে হারিয়ে রীতিমতো শোকস্তব্ধ পরিবার।ওই নাবালকের মা ছেলের নাম ধরে কেঁদেই চলেছ।
Tags
WEST BENGAL