নিউজ ডেস্ক - শুক্রবার রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মালবাজার মহকুমার মেটলি মঙ্গলাবাড়ি নতুন কলোনি পাড়ায় হাতির হামলায় মৃত্যু হল বিনোদ বিশ্বকর্মা নামে ৬ বছর বয়সি এক শিশুর এবং গুরুতর আহত শিশুটির মা সুপ্রিয়া বিশ্বকর্মা । আশঙ্কাজনক অবস্থা তিনি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে একটা দলছুট হাতি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিল মা।সেইসময় তাঁদের দেখে এক দাঁতাল ছুটে এসে মুহূর্তে বিনোদকে শূন্যে তুলে আছাড় মারে। আর তাঁকে বাঁচাতে গিয়ে গুরতরভাবে জখম হন মা। মায়ের চিৎকারে আশপাশের এলাকার লোকজন ছুটে এলে চম্পট দেয় দাঁতালটি। এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছেলেকে মৃত্যু বলে ঘোষণা করেন। এবং ছেলেটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।
Tags
WEST BENGAL