নিউজ ডেস্ক - সোমবার দুপুরে বরাহনগরের রাস্তা থেকে উদ্ধার হল গলার নলি কাটা এক যুবকের দেহ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মৃত ওই যুবক আসলে মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন।যিনি পেশায় একজন সোনা গলাইয়ের মিস্ত্রি।তিনি বরাহনগরে মালিরবাগান এলাকায় থাকতেন। কিন্তু এইদিন দুপুরে তার নলিকাটা অবস্থায় দেহ উদ্ধার হয়। তবে কে বা কারা তাঁকে এইভাবে খুন করল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মানিক হালদার বলেন, “সকাল থেকে কাজ করছিলাম। লোডিংয়ের কাজ হচ্ছিল। সেই কাজের সময়ই হঠাৎ দেখি এই ছেলেটি পড়ে রয়েছে। কে তার পরিচয় জানি না।” আরও এক বাসিন্দা গৌতম দাস বলেন, “এই এলাকা খুবই শান্ত মারপিট হয় না। কিন্তু হঠাৎ করে কী করে এই ঘটনা ঘটল বলতে পারব না।”
Tags
Crime