নিউজ ডেস্ক - বুধবার উত্তর কাশীপুর থানার এলাকায় কালীপুজোর উদ্বোধনের সময় পাশের পুকুর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ। এইদিন ভরসন্ধ্যায় এভাবে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা রীতিমতো অবাক।
স্থানীয়রা প্রথমে দেহ দেখে পুলিশে খবর দিলে কাশীপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।আর ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
সূত্রের খবরে জন যাচ্ছে, সন্ধ্যায় পুকুরে কাছে গিয়েছিলেন এলাকার এক বাসিন্দা হানিফ মোল্লা। তিনি প্রথম দেহটি দেখতে পান। বৃহস্পতিবার অর্থাৎ আজ পুকুরে মাছের খোরাক দেওয়ার কথা ছিল। যার জন্য পুকুরের জল দেখার জন্য এসেছিলেন তিনি। তখনই তিনি অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ ভাসতে দেখেন।
Tags:
WEST BENGAL