নিউজ ডেস্ক - রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিগ্রহ করার অভিযোগে গ্রেফতার করা হল আরিফ সরকার ও মহম্মদ কাইয়ুম নামে ২ ব্যাক্তিকে। পুলিশ জানায়, তাঁদের ২ জনের বাড়ি রায়গঞ্জ থানার বাহীন গ্রাম পঞ্চায়েতের কুমারজল গ্রামে। আজ মঙ্গলবার তাঁদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে ।
সূত্রের খবর, সোমবার রাতে রোগী মৃত্যুকে ঘিরে রায়গঞ্জ মেডিক্যাল মহিলা মেডিসিন বিভাগে কর্তব্যরত নার্স ও ডাক্তারদের উপর চড়াও হন। এর সাথে, মৃতার পরিজনেদের প্রায় ১৫, ২০ জনের দলের বিরুদ্ধে ডাক্তার ও নার্সকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ ওঠে । ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায় করা হলে তার ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Tags
Crime