নিউজ ডেস্ক - বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়া গ্রামে বারুদবহণকারী লরিতে ভয়াবহ বিস্ফোরণের জেরে পাঁচ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা যাচ্ছে, বেশ কয়েকজন শ্রমিক কয়লা ভাঙার সময়ে আচমকা বিস্ফোরণ ঘটে।তবে , সরকারি ওই খাদানে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। আর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন কোলিয়ারির আধিকারিকেরা।
সূত্রের খবর , খয়রাশোলের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে কয়লা খনি রয়েছে। সেই খনিতে বিস্ফোরক-বারুদ নিয়ে যাওয়া একটি লরিতে ঘটে বিস্ফোরণ। প্রথমেই ২ জনের মৃত্যু হয়েছে ।আর মৃত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই সিউরি, দুবরাজপুর সহ একাধিক এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কী কারণে বিস্ফোরণ ঘটে তা তদন্ত করে দেখছে পুলিশ।
Tags
accident