BREAKING : ট্রেনে করে বাড়ি ফেরার হুড়োহুড়িতে পদপিষ্ট হয় আহত ৯ জন



নিউজ ডেস্ক - দীপাবলিতে বাড়ি ফেরার আনন্দে ট্রেন ধরার হুড়োহুড়িতে রবিবার  ভোর ৬টা নাগাদ মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। তাদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এইদিন ভোর ৫.৫৬-এ বান্দ্রা টার্মিনাস স্টেশন থেকে বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেস ছাড়ছিল। উত্তর প্রদেশগামী এই ট্রেনে দীপাবলির সময় ভিড় হয়। 

সেইসময় ট্রেনে উঠতে গিয়ে দৌড়াদৌড়ি, হুড়োহুড়িতেই  ১ নম্বর প্লাটফর্মে পরে যাওয়া যাত্রীদেরই মাড়িয়ে দেন বাকিরা। পরে পুলিশ ও আরপিএফ গিয়ে আহতদের উদ্ধার করে কাছের ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর, আহত ৯ জনের মধ্যে ৭ জনের অবস্থা স্থিতিশীল হলেও, ২ জন গুরুতর আহত হয়েছেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন