নিউজ ডেস্ক - শুক্রবার শিয়ালদহ ডিভিশন নিয়ে একটি বড়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়।আর সেই ছড়িয়ে পড়া খবর থেকে জানা যাচ্ছে এই ডিভিশনে প্রতিটি স্টেশনে ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ডের জন্য।আর তার মধ্যেই যাত্রীদের উঠতে হবে এবং নামতে হবে। এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কারণ এই ডিভিশনে বহু নিত্যযাত্রী যাতায়াত করেন এবং ভিড়ও হয় অনেক বেশি।তাই মাত্র ৩০ সেকেন্ড সময় নিদিষ্ট করা হলে যাত্রীদের সমস্যায় পড়তে হবে।সোশ্যাল মিডিয়ার ওই পোস্টটিতে দাবি করা হয়েছে যে, ট্রেন যাতে লেট না হয়, তাই জন্যই এই পন্থা নিয়েছে পূর্ব রেল।গতকাল রাতে সেই সিদ্ধান্তকে শোরগোল শুরু হওয়ার পরপূর্ব রেলের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে ।
পূর্ব রেলের এক্স মাধ্যমে একটি পোস্টে জানানো হল যে," শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। আরও বলা হয়েছে যে লোকাল ট্রেনে ওঠানাম করার জন্য যাত্রীরা এতদিন যে সময় পেতেন, ভবিষ্যতেও সেই একই সময় পাবেন। পূর্ব রেলের এই বিবৃতিতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। তবে কেন এই ভুয়ো খবর ছড়াল, তা স্পষ্ট নয়।"