নিউজ ডেস্ক - পুরুলিয়ার কুমারী নদীর ধার থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বৃহস্পতিবার বিকেলে মানবাজার থানা এলাকার দোলদেড়িয়া গ্রামের কাছেই বালির মধ্যে উদ্ধার হল আরও এক মহিলার দেহ।স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে মানবাজার থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
আনুমানিক ৪৫ বছরের ওই মৃত তরুণীর পরণে ছিল জিনস-টপ। প্রত্যক্ষদর্শীরা জানান,ওই মৃত তরুণীর মাথাটা থ্যাঁতলানো ছিল।এবং নদীর ধারে পাওয়া গিয়েছে একটি চশমা। এই ক্ষেত্রেও পুলিশ মহিলার পরিচয় জানতে পারেনি। এলাকার মানুষজনও চিনতে পারছেন না। তবে ওই তরুণী নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন নাকি কেউ মেরে বালিতে পুঁতে দিয়ে গিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।এইদিকে পরপর দুটি ঘটনাট কুমীর নদীর ধারে যেতেও ভয় পাচ্ছেন এলাকার মানুষজন।
Tags
WEST BENGAL